স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার মহাজনপট্রিস্থ কুশিয়ারা গেস্ট হাউজ থেকে রেজাউল করিম (৪২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘথখঅর বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে পুলিশ রেস্ট হাউজের ৪র্থ তলার ৭নং রুম থেকে লাশটি উদ্ধার করে। রেজাউল করিম শাহপরান থানার খাদিমপাড়া ইউনিয়নের চকগ্রাম এলাকার মৃত আলী আশরাফ এর ছেলে এবং তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। হাউজের ম্যানেজার শামীম রেজা জানান গত বুধবার রাতে রেজাউল করিম রেস্ট হাউজে উঠেন। বৃহস্পতিবার সকালে এক কর্মচারী রুম চেকআপ করার জন্য দরজায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে ম্যানেজারকে জানায়। পরে রেস্ট হাউজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে কোতোয়ালীর এস.আই ইলিয়াসের নেতৃত্বে একদল পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, হোটেল কক্ষের ভেতরে একটি খামের ভেতরে ২টি চিরকুট পাওয়া গেছে যাতে আত্মহত্যার কারণ উল্লেখ করেছেন রেজাউল করিম। তিনি আরো জানান আমরা পরিবারের লোকজন থানা পুলিশের মাধ্যমে চিরকুটের লেখা পড়েছি তাতে লিখা আছে কালিঘাটের কতিপয় ব্যক্তির জন্য আমি আত্মহত্যা করলাম। তারা আমাকে খুবই জ্বালাতন এবং অপমান করেছে যা সইতে না পেরে আত্মহত্যা করলাম। ওরা ৪৪ লক্ষ টাকার চেক আমার সই (স্বাক্ষর) করা রেখে দিয়েছে। তাদের এই অবস্থার জন্য আমি আত্মহত্যা করছি ওরা আমার এই অবস্থার জন্য দায়ী।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানা পুলিশ থেকে বলা হয় ঘটনায় ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা যায় এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় ২জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেছেন।