নগরীর ৯৬ কেন্দ্রে আজ দেওয়া হবে গণটিকা

5

স্টাফ রিপোর্টার :
কোভিড-১৯ গণটিকা ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ‘জনসন এন্ড জনসন’র টিকা দেয়া হবে। ‘জনসন এন্ড জনসন’ কোভিড টিকা এক ডোজই যথাযথ সুরক্ষা প্রদান করে। এই টিকা গ্রহণকারীদের ২য় বার টিকা গ্রহণ করতে হবে না। এই ভ্যাকসিন সিঙ্গেল ডোজ হিসেবেই প্রস্তুত করা হয়েছে।
আজ শনিবার ২৬ ফেব্রুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের সবকটি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে এখনও যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি তাদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি সেসব নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন পত্র নিয়ে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করবেন। যাদের এর কোনটিই নেই তারাও টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবে।
যারা ইতিমধ্যে সুরক্ষা এপসে   (www.surokkha.gov bd) 

রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু কোভিড-১৯ টিকা গ্রহন করেননি তারাও এই গণটিকা ক্যাম্পেইনে টিকা কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। তারা টিকা গ্রহণের তথ্য সুরক্ষা এপসে হালনাগা করাতে পারবেন নগর ভবনে স্থাপিত তথ্যকেন্দ্রের মাধ্যমে। যারা রেজিষ্ট্রেশন ব্যাতিত গণটিকা ক্যাম্পেইনে টিকা গ্রহণ করবেন তাদেরকে কেন্দ্র থেকে একটি সরকারি টিকা কার্ড প্রদান করা হবে।
এই ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে ৯৬টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত গণটিকা কার্যক্রম বিরামহীনভাবে চলবে।