মুনির শফিক :
লুট চুরি আর মুখ বাজি যার
চেতনা বাজি রোজ
বাপ ছেলে আর সবাই মিলে
নিত্য করে ভোজ।
সুদ আর ঘুষ শান্তি পুষে
আর কত কী খায়
হারাম কাজে বিলাস খুঁজে
তবুও বাঁচতে চায়।
এই দুনিয়ায় সবাই যে চায়
বাঁচতে হাজার দিন
তাই বলে কী আল্লাহ ভুলে
বাজাবে সুখের বিণ!
তাই করি পণ যাই করি খাই
আল্লাহ ভুলে নয়
আল্লার আদেশ মানবে যারাই
খাঁটি মুমিন হয়।