জগন্নাথপুরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের দায়ে গ্রেফতার ৫

11

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চোরাইকৃত ৬৭টি মোবাইলসেট ও ৪টি ট্যাব। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার জালালপুর গ্রামের ছামিন উদ্দিনের ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৩), সিলেটের গোলাপগঞ্জ থানার মছকাপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে জাকের আহমদ ওরফে রাজু (৩৩), হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের মুহবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৫), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ এমরান আহমদ (৩১) ও হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত নানু মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৩২)।
জানাগেছে, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ এহসান শাহ (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এর নিদের্শনায় হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল সুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই মুহাম্মদ শামছুল আরেফীন ও এসআই জিয়া উদ্দিন সহ পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে হারানো মোবাইল জিডির সূত্র ধরে ৩ জানুয়ারি জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টস্থ মোবাইল মার্কেটের বহুরূপী টেলিকম নামক মোবাইলের দোকান ও জগন্নাথপুর বাজারের পৌরসভাস্থ হক মোবাইল সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানীর বিভিন্ন মডেলের সচল ও অচল ৬৭টি চোরাই মোবাইসেট ও ৪টি ট্যাব উদ্ধার করা হয়। এ সময় চোরাই মোবাইল ও ট্যাব ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত মোবাইল সার্ভিসিং ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন চোরের নিকট থেকে চোরাই মোবাইল ক্রয় করে সচল অবস্থায় কিংবা ওইসব মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ব্যবসা করে আসছিলেন বলে ধৃতরা জানান। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।