সবকিছু লিখে দেব :
তব নামে লিখে দেব-
রাত জাগা ওই আকাশের চাঁদ, মিটিমিটি জ্বলা তারা-
সবুজের শোভা, পাখিদের গান, সাগরের জলধারা।
তব নামে লিখে দেব-
দখিনা বাতাস, সুরভিত ফুল, ভ্রমরের গুঞ্জন-
শীতের সকাল, ভাটিয়ালি সুর, তুলতুলে সাদা মন।
তব নামে লিখে দেব-
ঝিরিঝিরি বারি, বয়ে চলা নদী, মনোহরা প্রজাপতি-
সুতো কাটা ঘুড়ি, পৃথিবীতে আসা রবির আলোর গতি।
তব নামে লিখে দেব-
দূর দিগন্ত, নব বসন্ত, জোনাক পোকার দল-
মাটির বিছানা, সুখ অনুভূতি, তাপ-তৃষ্ণায় জল।
তব নামে লিখে দেব-
হলুদ খামের হেমন্ত ঋতু, শিশুর মুখের হাসি-
বাঁকা রঙধনু, মধ্য দুপুরে রাখাল ছেলের বাঁশি।
তব নামে লিখে দেব-
পাহাড়ের চূড়া, আকাশ-নীলিমা, শরতের আলো-ছায়া-
উষ্ণ চাদর, পদ্ম-পুকুর, মায়ের কোমল মায়া।
শোনো প্রিয়তমা, আজ তব নামে সবকিছু লিখে দেব,
বিনিময়ে শুধু তোমার মনের খাঁটি ভালোবাসা নেব।
প্রিয়া একবার বলোনা আমায়, ভালোবাসবে কি মোরে?
সুখের আবেশে মায়া ভরা হৃদে বাঁধবে কি বাহুডোরে?