গাঁয়

9

মজনু মিয়া :

পথের ধারে দুই দিক দিয়ে
সোনালি ধান হাসে,
ইচ্ছে পূরণ হয় কৃষকের
খুশিতে চোখ ভাসে।

পথের ধারে বটের ছায়ায়
রাখাল বিশ্রাম করে,
গরুর পালে বাঁশের বাঁশি
করুন সুর তার ধরে।

পথের ধারে বাউল মজনু
গান গেয়ে যায় দূরে,
সকাল সন্ধ্যা রাত্রি হয়ে
কোনো একটা ভোরে।

পথের ধারে পথিক খোঁজে
আসল পথের সন্ধান,
পথেই মানুষ খোঁজে ফিরে
জীবনের সব রং গান।