ড্যাব সিলেট জেলা সাধারণ সম্পাদক ডা. শাকিলের বিদায় সংবর্ধনা

15
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার উদ্যোগে, আলোচনা সভা ও ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমানের উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার উদ্যোগে, আলোচনা সভা ও ড্যাব সিলেট জেলা সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমানের উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর একটি রেস্তরোঁয়, ড্যাব সিলেট জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী পরিচালনায় ও ড্যাব সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সুচিকিৎসা থেকে বঞ্চিত। দেশে এখন নির্বাচনের নামে তামাশা চলছে, এভাবে একটি দেশ চলতে পারেনা।
ড্যাব সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ডা. আহমদ নাফীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিওমেক ড্যাব সভাপতি ডা. শামিমুর রহমান, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ডা. আলীম উদ্দিন, সিওমেক ড্যাব সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিওমেক ড্যাব সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. শাহনাজ হোসেন চৌধুরী, সিওমেক সহ সভাপতি অধ্যাপক ডা. মাসুকুর রহমান চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ড্যাব এর সহ সভাপতি অধ্যাপক ডা. গুলজার আহমদ, সিলেট জেলা ড্যাব এর সহ সভাপতি ডা. জাকারিয়া মানিক, সিলেট জেলা ড্যাব এর সহ সভাপতি ডা. সিরাজুল ইসলাম, সিলেট জেলা ড্যাব যুগ্ম সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, সিওমেক ড্যাব সাংগঠনিক সম্পাদক ডা. শুয়েব আহমদ, সিলেট জেলা ড্যাব সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম রানা, সিলেট জেলা ড্যাব প্রকাশনা সম্পাদক ডা. আখলাকুর রহমান চৌধুরী, সিলেট জেলা ড্যাব দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, সিলেট জেলা ড্যাব প্রচার সম্পাদক ডা. সৌয়দ আল হোসেন, সিলেট জেলা ড্যাব সহ দপ্তর সম্পাদক ডা. আফজাল আহমদ, সাহিত্য সম্পাদক ডা. সাদমান শাহরিয়ার চৌধুরী, সিলেট জেলা ড্যাব সদস্য ডা. সেলিম রেজা, সিলেট জেলা ড্যাব সদস্য ও মৌলভীবাজার জেলা ছাত্রলের স্বাস্থ্য সম্পাদক ডা. মেহেদী হাসান অনিক, সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্য সম্পাদক ডা. আব্দুর রউফ, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ডা. আশফাক আহমেদ, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডা. ইমন, সিলেট মহানগর ছাত্রদলের স্বাস্থ্য সম্পাদক ডা. জাহিদুল ইসলাম মুবিন সহ প্রমুখ। বিজ্ঞপ্তি