গোলাম আযম :
আয় ছেলেরা আয় মেয়েরা
মসজিদেতে যাই,
কোরআন শিক্ষার আসর যেতে
বলে তোমার মায়।
রোজ বিহানে ভেসে আসে
আযানের ঐ সুর,
দেহ থেকে তাই আলসে ভাব
করো বাবা দুর?
নামায হলো জান্নাত চাবি
পড়লে তুমি রোজ,
পড়লে নামায নিয়মিত
পাবে যে তার খোঁজ।
বাবা-মায়ের দেখানো পথ
নিজকে তুমি থাক,
নূরের রঙে রাঙিয়ে জীবন
রঙিন করে রাখ।