জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর রোডে ঢাকাইয়া গাড়ি চলাচল বন্ধের দাবি তুলেছেন শ্রমিক নেতারা। এ বিষয়ে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া ও লাইটেস সমিতির সভাপতি বশির আহমদ আলফু স্বাক্ষরিত একটি আবেদন করেন। যার অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট বিআরটি পরিচালক, সিলেট রেঞ্জ ডিআইজি, সুনামগঞ্জ পুলিশ সুপার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে প্রেরণ করা হয় বলে প্রতিবাদী শ্রমিক নেতারা জানান। উক্ত আবেদনে উল্লেখ করা হয়, জগন্নাথপুর রোডে কোন ঢাকাইয়া গাড়ি চলাচলের অনুমোদন নেই। এরপরও লাকি পরিবহন নামের একটি ঢাকাইয়া গাড়ি অবৈধ ভাবে চলাচলের পায়তারা করছে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জগন্নাথপুর রোডে গাড়ি চলাচল করলে শ্রমিকদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই লাকি পরিবহন নামের ঢাকাইয়া গাড়ি চলাচল নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।