আলোর মশাল

4

মোঃ বুলবুল হোসেন :

ভালোবেসে ঠাঁই দিলে
তুলে পিঠের ছাল,
বিশ্বাসের মা মারা গেছে
এসেছে কলিকাল।

আপন ভেবে কারো প্রতি
রাখো তুমি আস্থা,
স্বার্থ শেষে সেতো একদিন
মেপে যাবে রাস্তা।

পাকা ফলের গন্ধ পেয়ে
কেমন নাচে বাঁদুর,
পাকা ধানে মাতাল হয়ে
কেটে নিচ্ছে ইঁদুর।

কেমনে চলি সামাল দিয়ে
এখন আর পারছি না,
বলতে গেলে গলায় ধরে
তাই আর বলছিনা।

কে ধরিবে আলোর মশাল
বেড়ে চলেছে ঋণ,
আসবে ফিরে সোনালী ভোর
আশায় চলেছে দিন।