অহংকারী

33

নাজমুল হোসাইন

শেষ টাই যেনো শুরু হয়।
নতুন আলোয় যনো তোর দেখা হয়
মৃত্তিকায় যেনো তরি সুবাস
তাই তোর  এত বড়াই।
আমি না হয় কাদা মাটি
তুই ও তো একই মাটির তৈরি।

তর ওই ধুলো জমা মনে
শেউলা ধরা দেহে
হবে একদিন বৃষ্টি।
তুই ও হয়ে যাবি কাদামাটি।
তবে তুই কেন এত অহংকারী??

এক দিন আর পানি থাকবে না
আামর চোখে,
এক দিন আর পানি জমবে না
আমার বুকে,
অনলের দহনে জ্বলে পুড়ে হয়ে যাব মাটি।

আমার বিদায় ক্ষণে তবু তোরে খুঁজি।
আজ নেই আর কাদামাটি,
হয়ে গেছি পোড়ামাটি।
শেষ টাই যেনো  শুরু হয়।
নতুন আলোয় যনো তর দেখা হয়।