দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান’র ভাই র্ফরুখ আহমদ এক নম্বর আসামী করে তার গ্র“পের ২৪ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী পুলিশ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় পুলিশ বাদী হয়ে ফারুক আহমদসহ তার সংগঠনের ২৪ জনের নাম উল্লেখসহ আরো ১৫০ জনকে অজ্ঞাতনামা করে দ্রুত বিচার আইনে দক্ষিণ সুনামগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করা হয়। আসামীরা হচ্ছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মজিদ, আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তাহের, বিএনপি নেতা আরফত আলী, সাব্বির আহমদ, মনসুর আহমদ, সুহেল আহমদ, তেরা মিয়া, আওলাদ আহমদ, সুজন মিয়া, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম সহ আরো ১৫০ জনকে অজ্ঞাতনামা করে আসামী করা হয়। উল্লেখ্য ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচীতে মিছিলের নামে নাশকতা ও যানবাহন ভাংচুর ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে এ মামলাটি করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল আমীন মামলার সত্যতা স্বীকার করে বলেন, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি রাস্তায় গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।