কবিতা

6

সাহেব মাহমুদ :

মুর্খের হাসি মুখে নিয়ে একদিন
কবিতার কাছে এসে ছিলাম,
লজ্জাবতী প্রিয়ার মতো
কবিতার সে কী অভিমান
ঝুপ করে জলে ডুব মারে।

ভেবেছিলাম জল কুমারী হয়ে
উঠে আসবে,
ও মা! কবিতার চোখে কি ঘুম,
আজ ও ভাঙেনি শব্দের উঠোনে।

বিপ্রতিভ আমি ফিরে যাই বৃদ্ধ বিকেলের দ্বারে,
ঠোঁট ভাঙা কলম আর বিবর্ণ পান্ডুলিপি হাতে।

কবিতা আর ফিরে আসেনি
ঠিক হারানো প্রিয়ার মতো।