আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতকে প্রতীক বরাদ্দের আগেই একাধিক চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থীরা পোষ্টার ব্যানার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।
ফেসবুকে নির্বাচনী প্রচারণায় বেশির ভাগ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের একাধিক চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যাচ্ছে, চেয়ারম্যান পদে ছাতক সদর ইউনিয়নে রঞ্জন কুমার দাশ (নৌকা), উত্তর খুরমা ইউপি বতমান চেয়ারম্যান বিল্লাল আহমদ (নৌকা) , দক্ষিণ খুরমা ইউনিয়নে আব্দুল মছব্বির (নৌকা), ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ (নৌকা) সহ আরো অনেকেই। অবাধ নিরপেক্ষতা নিয়ে ভোটারদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
খুরমা উওর ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী সামছুল ইসলাম খান জানান, সরকার দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই নৌকার মনোনীত প্রাথী পোষ্টার ব্যানার তৈরি করে ফেসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হলেও এখনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। প্রতীক বরাদ্দের আগে পোষ্টার টাঙ্গিয়ে প্রচারণা চালানো ভুল। এগুলো সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।