আদিত্য রহমান

4

আত্মার মানুষ :

আপনার আত্মার মানুষ কাছের মানুষ তো সে
যে আপনাকে বুঝতে চাই অথবা বুঝতে চাইবে
ছোট ছোট আবদার পূরণ করে খুশি রাখবে
আত্মার মানুষ একজনই হয় একাধিক নয়।
জীবন সার্থক পূর্ণ করতে শুধু তাকেই লাগে
যে সমস্ত ইগো আর আত্মগরিমা দূরে ঠেলে
আপনাকে সঙ্গ দিবে নিঃসঙ্কোচ আনন্দ মনে
তাকে ভালোবাসা যায় সবকিছু উজাড় করে
তাকেই আত্মার মানুষ করে রেখে দেওয়া যায়
যে চোখে চোখ রেখে বলে দিতে পারে নিখুঁত
কতটুকু কষ্টের জলে আপনি দাঁড়িয়ে আছেন।
সে বলে দিতে পারে কতটা ভালোবাসেন তাকে
সেই তো আত্মার মানুষ সকল সুখের ঠিকানা।