মুক্তিযুদ্ধের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে – বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

3
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট শহীদ সোলেমান হলে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। বঙ্গবন্ধুর আদেশ ও নির্দেশ মোতাবেক কাজ করেছি। ১৯৭১ সালের ২১ নভেম্বর প্রথমেই আমরা জকিগঞ্জকে স্বাধীন করেছি। ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ভঙ্গুর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যার মাধ্যমে দেশকে আবার পেছনের দিকে ফেলে দেয়। ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর। তাদের থেকে সাবধান থাকতে হবে। মুক্তিযুদ্ধের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না। ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন, আমরা যখন ছাত্রলীগ করতাম তখন বঙ্গবন্ধুর ভাষণ বেশি বেশি প্রচার করতাম। এই ভাষণ সবাইকে উদ্ধুদ্ধ করতো। তোমাদেরকেও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ভালোভাবে চলতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় নিজেদেরকে তৈরি করতে হবে। অভিভাবক সংগঠনকে অনুসরণ করতে হবে। মহানগর আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নত সমৃদ্ধ দেশের স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ

মহান বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সিলেট মহানগর আওয়ামী লীগ।

আলোচনা সভায় অংশগ্রহণের জন্য মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান। তিনি আলোচনা সভার পূর্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে সকল নেতৃবৃন্দকে শপথ বাক্যও পাঠ করান।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন অনুষ্ঠান পরিচালনার সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ মোঃ নাঈম আহমেদ, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুরুজ আলম। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মোঃ আব্দুল আজিম জুনেল এবং গীতা পাঠ করেন উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান, আব্দুল আহাদ চৌধুরী মিরন, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, রাহাত তরফদার, এমরুল হাসান, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, তাহমিন আহমেদ, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছ আহমেদ জুয়েল ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ আব্দুল মালিক সুজন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার, কানাই দত্ত, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ জুনু মিয়া, হায়দার মোঃ ফারুক, মুহিবুর রহমান সাবু, হাজী মোঃ ছিদ্দেক আলী, সালউদ্দিন বক্স সালাই, মাহবুবুর রহমান মবু, সিরাজুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদবৃন্দ তাজ উদ্দিন লিটন, কুতুবউদ্দিন, জাহিদুল হোসেন মাসুদ, জায়েদ আহমেদ খাঁন সায়েক, নজরুল ইসলাম নজু, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, আহমেদ হান্নান, মাহবুব খান মাসুম, ইসমাইল মাহমুদ সুজন, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেলিম, এম এন ইসলাম, মোঃ ছয়েফ খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি