বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজকের শনিবারের গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচী সফল ও আসন্ন কালীপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় চৌহাট্টাস্থ ভোলাগিড়ি আশ্রমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পূজা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদের সহ সভাপতি এডভোকেট বিজয় কুমার বিশ্বাস, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দেব, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিরেশ দাস, নিধু ভূষণ দাস, পূজা পরিষদের মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, জেলার সাংগঠনিক সম্পাদক শৈলেন কর, সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাস ধনু, দক্ষিণ সুরমা পূজা পরিষদের সভাপতি মনমোহন দেবনাথ, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপ, চা শ্রমিক সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রকি দেব, ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলার সদস্য সচিব পান্থ পাল প্রমুখ। বিজ্ঞপ্তি