উদ্ধার ৩৮ বক অবমুক্ত

6

নগরীর মদিনা মার্কেট এলাকায় সাদাবক বিক্রির সময় ইয়াহইয়া আহমদ (৩৫) নামে এক বিক্রেতাকে আটক করা হয়েছে। ইয়াহইয়া নবীগঞ্জের উত্তর দেবপাড়া গ্রামের আবু সুফিয়ান। তিনি বর্তমানে আখালিয়া নয়াবাজারে ভাড়া থাকেন।
বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে চারটি সাদাবক বিক্রির সময় তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একই এলাকার খানবাজার পাখিকুঞ্জ নামের একটি আড়ত থেকে আরও ৩৪টি বক উদ্ধার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আটক পাখি বিক্রেতা ইয়াহইয়ার বিরুদ্ধে সিলেট বনবিভাগ মামলা দায়ের করে জব্দকৃত পাখিসহ তাকে বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত ইয়াহইয়াকে জেলহাজতে পাঠানোর এবং জব্দকৃত পাখিগুলো অবমুক্ত করার আদেশ দেন। পরে নগরীর শেখঘাট এলাকায় বনবিভাগের নার্সারিতে বকগুলোকে অবমুক্ত করেন সিলেট বনবিভাগের টাউন রেঞ্জের রেঞ্জার শহিদুল্লাহসহ কর্মকর্তারা। এ সময় গণমাধ্যম ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের প্রধান (সিএফ) মোল্লা রেজাউল করিম এবং বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তাদের সহায়তা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ও যুগ্ম সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
জানা গেছে, নগরের মদিনা মার্কেট এলাকার খানবাজার পাখিকুঞ্জ নামের দোকানের মালিক মায়িন আহমদ মাহি ও হারুনুর রশিদ আড়ত তৈরি করে খাচার ভেতর ১৯টি কানিবক ও ১৫টি সাদাবক রেখেছেন। বিক্রির উদ্দেশে রাখা বকগুলো উদ্ধার করা হলেও দোকান মালিক অভিযানের খবর পেয়ে পালিয়ে যান। বিজ্ঞপ্তি