আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ময়মনসিংগামী যাত্রীবাহী শ্যামলী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক মোটরসাইকেলের ৩ আরোহী।
বুধবার রাত সাড়ে ১০টায় মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। জয়কলস হাইওয়ে থানা খবর পেয়ে ঘাতক চালক দুলাল (৪৮) বাস নং (ঢাকা মেট্রো-ব ১৫ ৪৬১৩)কে গোবিন্দগঞ্জ থেকে আটক করেছে।
জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় পূজা অনুষ্ঠান দেখে দু’মোটরসাইকেল যোগে ৬ ব্যক্তি ছাতকের কৈতক গ্রামের বাড়ী ফিরছিলেন।
সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা ময়মনসিংগামী যাত্রীবাহী আরএমজি বাস ওই দু’মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৩ আরোহীর মৃত্যু হয়। অপর মোটর সাইকেলের ৩ আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় কৈতক হাসপাতালে নেয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত লায়েক (১৭), পিতা আঙ্গুর মিয়া, জামিল হোসেন (১৯), পিতা শফিক মিয়া, হুদয় (১৮) পিতা জালাল উদ্দিন। নিহত ও আহতের বাড়ি ছাতক উপজেলার কৈতক গ্রামে। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রামচন্দপুর গ্রামের মিয়া হোসেনের পুত্র আটক বাস চালক দুলাল মিয়া (৪৮)।
এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার সেকেন্ড অফিসার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।