শপথ নিলেন ৪৯ মহিলা এমপি

68
মহিলা এমপিদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ (সংরক্ষিত) মহিলা এমপি বুধবার শপথ নিয়েছেন। সকাল সাড়ে দশটায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর মধ্য দিয়ে পূর্ণতা পেল একাদশ জাতীয় সংসদ। আগামী রবিবার সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের ফাঁকা চেয়ারগুলো ফের ভরে উঠবে নতুনদের আগমনে।
প্রথমে আওয়ামী লীগের ৪৩ এমপি স্পীকারের কাছে শপথ গ্রহণ করেন। এরপর জাতীয় পার্টির ৪, এরপর ওয়ার্কার্স পার্টির এক ও এক এমপি আলাদাভাবে শপথ নেন। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সচিবের কার্যালয়ে রাখা খাতায় স্বাক্ষর করেন। আইন অনুযায়ী, বিএনপি মহিলাদের জন্য সংরক্ষিত একটি আসন পেয়েছে। কিন্তু দলটি সংসদে যোগ না দেয়ায় এই আসনে ভোট হয়নি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরসহ হুইপরা।
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ শেষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর এমপি এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।
প্রথমবারের মতো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। শপথ নেয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্ব করতে পেরে একদিকে যেমন আনন্দিত, তেমনি ভীতও। একইসঙ্গে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
আবেগাপ্লুত হোসনে আরা বলেন, খুবই ভাল লাগছে, তা তো দেখতেই পাচ্ছেন। সংসদে আসার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করব। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেখানে ঝাঁপিয়ে পড়া দরকার, পড়ব। আমরা রাজপথের লড়াকু বঙ্গবন্ধুর সৈনিক, পিছু হটতে জানি না।
গত ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও সংসদের সংরক্ষিত মহিলা আসনগুলো এতদিন ফাঁকা ছিল। বুধবার শপথগ্রহণের পর আগামী রবিবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে একসঙ্গে যোগ দেবেন তারা। ফাঁকা চেয়ারগুলো আবার ভরে উঠবে নতুনদের আগমনে। ৪৯ সংরক্ষিত আসনের মধ্যে মাত্র চারজন ছাড়া বাকি ৪৬ জনই নতুন মুখ। পুরাতন চার এমপি হচ্ছেন আওয়ামী লীগের ফজিলাতুন নেসা ইন্দিরা, ওয়াশিকা আয়শা খানম, জাতীয় পার্টির সালমা ইসলাম ও রওশন আরা মান্নান। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ইসি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ (সংরক্ষিত) মহিলা এমপির নামে গেজেট প্রকাশ করা হয়।
সংসদের সংরক্ষিত আসনে নবনির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির এক ও একজন স্বতন্ত্র। দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যানুপাতে বণ্টনকৃত নারী আসনে বিএনপির একটি আসন পাওয়ার সুযোগ রয়েছে। তবে দলটি থেকে নির্বাচিতরা এখনও শপথ নেয়নি বলে তাদের একটি নারী আসন স্থগিত রয়েছে। সংরক্ষিত ৫০ আসনের প্রার্থী একজন কম হয়েছেন।