বাংলাদেশের চলমান পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এবং এসএসসি পরীক্ষার্থীদের সুপরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে পথ শিশু পাঠশালা ঘাসিটুলা উদ্যোগে গতকাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে বিকাল ৩টা সময় মানববন্ধন পালন করা হয়।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী সেলিম আহমদ, ঘাসিটুলা এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: মোস্তফা কামাল, পথ শিশু পাঠশালা প্রতিষ্ঠাতা রকিব আল মাহমুদ, সেলিম উদ্দিন আহমদ, মোনোয়ারা বেগম, আব্দুল মনা চৌধুরী, মনিরুল ইসলাম, গোলাম কিবরীয়া, স্বপন বর্মণ, লাকী আক্তার নুপুর, আক্কাছ খান, মারুফ আহমদ, আব্দুল জলিল লেবু, বিদ্যুৎ দাস, আব্দুল কুদ্দুস, ইরান আহমদ, আশরাফ আহমদ ও এসরান আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন দেশের চলামান পরিস্থিতির জন্য আমাদের স্কুল গামী ছাত্র-ছাত্রীদের বিপদগ্রস্ত হচ্ছে। এসএসসি পরীক্ষা দিতে রাস্তায় বের হতে চাচ্ছে না কারণ যে কোন সময় রাস্তায় গাড়ীতে পেল্ট বোমা দিয়ে আগুন, ভাংচুর সহ বিভিন্ন কর্মকান্ড ঘটনা ঘটে যাছে। আসলে স্কুল গামী ও এসএসসি পরীক্ষার্থীরা ওরাতো আমাদের সন্তান তাই ছোট ছোট ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে এবং সুস্থভাবে পরীক্ষা দেওয়ার দাবী জানিয়ে ২০ দলীয় জোটের বিএনপি চেয়াপারসনের বেগম খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের চলমান অবরোধ-হরতাল প্রত্যাহার করা জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি