সৌমেন্দ্র দত্ত ভৌমিক :
স্বপ্নের ভেতর জলপরীরা
দলবেঁধে মাতে হুল্লোড়ে
তখন আমি-ই রাজা-উজির
দেশকে ভুলি ঝট্ করে।
স্বপ্নের ভেতর তিমিমাছের
চালচলনে মুগ্ধ হই
মৎস্য-গন্ধে ঘুমের ভেতর
কারা যেন করছে হৈ চৈ!
স্বপ্নের মধ্যে আকাশ ছুঁয়ে
ঘুরছে মাথা বনবন
ঘোরার নেশায় যায় গুলিয়ে
কোন গ্রহতে আছি তখন?
স্বপ্ন নিয়েই টানাপোড়েন
কল্প-দেশে হরবখত
বাস্তবেতে অন্য চিত্র
যৎসামান্য সৎ-মহৎ।