গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ভারতে প্রায় তিন বছর কারাভোগের পর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে এক বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। ফেরত পাওয়া বাংলাদেশী নাগরিকের নাম মোবারক হোসেন বাছিদ। সে সুনামগঞ্জ জেলা সদরের নারায়ণতলা গ্রামের সমছুর উদ্দিনের পুত্র।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত পাওয়া মোবারক প্রায় তিন বছর আগে সুনামগঞ্জের ডলুরা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাকে আটক করে।