কাজিরবাজার ডেস্ক :
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এক নিরাপত্তা সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তান ইস্যুতে মঙ্গলবার জরুরী বৈঠকে বসছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। এদিকে যুক্তরাষ্ট্রকে আগামী ৩১ আগষ্টের মধ্যে আফগানিস্তান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। যদিও নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এজন্য কাবুলে উদ্ধার তৎপরতায় বাণিজ্যিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এছাড়া তালেবান কাবুল দখলের পর এখনও একটি সরকার গঠন করতে পারেনি। এজন্য এক সপ্তাহ পার হলেও সরকারহীন অবস্থায় রয়েছে আফগানিস্তানের পৌনে ৪ কোটি মানুষ। যার ফলে সরকার গঠনের চ্যালেঞ্জে রয়েছে তালেবান।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানে দায়িত্বরত এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। সোমবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী। রয়টার্স জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর পাশাপাশি কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আফগান নিরাপত্তা সদস্যরাও। সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী সেখানে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। টুইটারে দেয়া এক বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, কাবুল বিমানবন্দরে উত্তর গেটে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ের সময় একজন আফগান গার্ড নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। বিমানবন্দরের এই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্ব পালন করছে বলেও টুইটারে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী। রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরের বাইরে চারপাশে তালেবান যোদ্ধারা মোতায়েন রয়েছে। সেখানে তারা শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। অন্যদিকে বিমানবন্দরের ভেতরে দায়িত্ব পালন করছে মার্কিন সেনাসহ পশ্চিমা দেশগুলোর সেনারা। সেখানে তাদের সহায়তা করছে কিছু আফগান গার্ড।
আফগানিস্তান থেকে নির্ধারিত সময়ের মধ্যেই লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে-বাইডেন ॥ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে স্থানীয় সময় রবিবার বলেছেন, তালেবান নিয়ন্ত্রীত আফগানিস্তান থেকে নির্ধারিত সময়ের মধ্যেই হাজার হাজার লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে।
কাবুলে উদ্ধার তৎপরতায় বাণিজ্যিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র : আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া মানুষজনকে সরিয়ে নিতে বেসরকারী বাণিজ্যিক বিমান ব্যবহার করা হবে, জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তান ইস্যুতে জরুরী বৈঠকে বসছে জি-৭ : আফগানিস্তান ইস্যুতে জরুরী বৈঠকে বসছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ বৈঠকে কাবুলের তালেবান শাসকদের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা করবেন জি-৭-এর নেতারা।
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি তালেবানের : যুক্তরাষ্ট্রকে আগামী ৩১ আগষ্টের মধ্যে আফগানিস্তান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে দলটির মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, এর অন্যথা হলে তার জবাব দেবে তালেবান।
আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক আহ্বান মোদির : আফগানিস্তান ইস্যুতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে আফগান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
সরকার গঠনের চ্যালেঞ্জে তালেবান : তালেবান কাবুল দখলের পর এখনও একটি সরকার গঠন করতে পারেনি। ফলে এক সপ্তাহ ধরে সরকারহীন অবস্থায় রয়েছে আফগানিস্তানের পৌনে ৪ কোটি মানুষ। দুই দশক আগের চেয়ে অনেকটাই বদলে যাওয়ার ইঙ্গিত দিয়ে আফগানিস্তানের দণ্ডমুণ্ডের কর্তার আসন নেয়া তালেবান অন্য সবাইকে নিয়েই সরকার গঠন করতে চাইছে।
কাবুল দখল পরিকল্পিত ছিল না- তালেবান : ২০২১ সালের ১৫ আগষ্ট প্রায় বিনা বাধায় আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তবে সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে দলটির একজন নেতা আবদুল কাহার বালখি দাবি করেছেন, এভাবে কাবুল দখলের পরিকল্পনা তাদের ছিল না।