ছুটির দিনেও সিলেটে প্রায় ২ লাখ টাকা জরিমানা

6

স্টাফ রিপোর্টার :
কঠোর লকডাউনের নবম দিনে সিলেটে আইন অমান্য করায় ১ লাখ ৯৮ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।একই সময়ে ১৩৯টি মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার সিলেট জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে এসব জরিমানা ও মামলা করা হয়।
জানা গেছে, শুক্রবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে দিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১০৫টি মামলা করা হয়। এবং এসময় ১ লাখ ৬শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম নিয়োজিত ছিল।
এদিকে কঠোর লকডাউন এর ৯ম দিনে শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩৪টি যানবাহনে মামলা ৩৪টি যানবাহন আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯৭ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। মামলা দেওয়া যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা ১৮টি, মোটরসাইকেল ১৪টি, প্রাইভেট কার ৮টি রয়েছে। এছাড়া সিএনজি অটোরিকশা ৮টি, মোটরসাইকেল ৭টি, প্রাইভেট কার ১০টি, অন্যান্য ৯টি সহ মোট ৩৪টি যানবাহন আটক করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার লকডাউনের ৮ম দিনে ৫৫টি যানবাহনে মামলা ১১৬টি আটক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।