মোহাম্মদ সারোয়ার হোসেন :
দুস্থ মানুষ দেখলে খোকার
আসতো চোখে পানি,
ছেলেবেলায় পণ করে সে
মুছবে দুঃখ গ্লানি।
শীতার্তকে দিতো খোকা
নিজের গায়ের চাদর
ছোট থেকেই পেতো খোকা
সবার স্নেহ আদর।
অসীম সাহস ছিল খোকার
সত্য ন্যায়টা বলার
দেশ ও দশের সুখে দুঃখে
একসাথে পথ চলার।
বড় হয়ে বাংলার খোকা
হলেন মহান নেতা
খোকার ডাকে সাড়া দিয়ে
যুদ্ধ হলো জেতা।