স্বাধীনতার গল্প

28

রেজাউল রেজা

মার্চ মানে কি বলতে পারো, খোকন সোনা তুমি?
কেমন করে স্বাধীন হলো, আমার জন্মভূমি?

পাক হায়েনা আঁধার রাতে, কাপুরুষের মত
আতর্কিত হামলা করে, করল বুকে ক্ষত!
মা হারালো বুকের মানিক, বোন হারালো ভাই
ক্ষোভে ফুঁসে উঠলো সকল, আম জনতা তাই

স্বাধীনতার জানান দিলেন, বঙ্গবন্ধু গুরু
তাঁর ঘোষণায় স্বাধীনতার, যুদ্ধ হলো শুরু।
জীবন গেল রক্ত গেল, সম্ভম গেল মায়ের
পঙ্গু হলো লাখো মানুষ, হারিয়ে বল পায়ের!
নয়টি মাসের যুদ্ধ শেষে, দেশটা হলো স্বাধীন
তাঁর আগে এই বঙ্গ ছিল, মাথার উপর ছাদহীন।