স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলা ও বিভাগে একদিনে এটা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগেও গত ২৫ এপ্রিল সিলেট বিভাগে একই সংখ্যক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিলো।
সিলেটে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছিলো চলতি মাসের ১ জুলাই। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯১ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ২৫৩ জনের শরীরে। যাদের মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জ জেলার ২১ জন, হবিগঞ্জ জেলার ৫৪ জন ও মৌলভীবাজার জেলার ৬১ জন রয়েছেন।
এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে সিলেট জেলার ৪, সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
গতকাল সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।