যাকারিয়া আহমদ :
আমার প্রিয় কাঁপনা নদী
আমায় ডাকে কাছে
দু’ধারে তার গাছের সারি
হাওয়ায় পাতা নাচে।
সবুজ পাতায় রোদের ঝিলিক
শিশির কণা হাসে
নদীর মতো কেউ কি আমায়
এতো ভালোবাসে।
ছলাৎ ছলাৎ যৌবনাবেগ,
অঙ্গে রূপে খেলে
বর্ষাতে তার জলে ভরা
নামে যুবক ছেলে।
কাঁপনা নদীর সাথে আমার
পিরিতি খুব মিলে
জানে আমার মনের কথা
কাঁপনায় ওড়া চিলে।
ভালোবাসার বন্ধনে তাই
থাকুক কাঁপনা নদী
জেলে, মজুর এবং মালিক
নাইছে নিরবধি।