কানাইঘাট থেকে সংবাদদাতা :
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, হত্যা, নির্যাতন ও বসতভিটে আগুনে জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে শুক্রবার বাদ আছর কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে গাছবাড়ী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক বিশাল মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা ইকবাল আহমদ রাজুর পরিচালনায় মানববন্ধনে বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি কূটনৈতিক তৎপরতা আরো জোরদার ও প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করার দাবি জানান। জাতিসংঘ ও ওআইসিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিশ্বব্যাপী আজ মুসলমানদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। প্রকাশ্যে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ব বিবেক আজ চুপ করে বসে আছে। বাংলাদেশের পার্শবার্তী রাষ্ট্র মিয়ানমারে যেভাবে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানুষিক নির্যাতন চলছে আজ বিশ্বের মানবাধিকার কি ভূমিকা রাখছে? আমরা আন্তর্জাতিক আদালতে এ সকল সাম্প্রদায়িক হত্যাকান্ড বন্ধের দাবি জানাচ্ছি। সাথে সাথে হত্যাকান্ডে জড়িত সকলকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করছি ও রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিসবাহ উদ্দিন, কানাইঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি তাওহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ডা: ইলিয়াছ আহমদ, সাজ্জাদুর রাহমান (সাজ্জাদ), ইমদাদুর রহমান, জমিয়ত নেতা মাওলানা মুহি উদ্দিন, কানাইঘাট উপজেলা ন্যাপ সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক শাহজাহান শাহেদ, শাবিপ্রবি শিক্ষার্থী জুবায়ের আহমদ, জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির, শিক্ষার্থী মারুফ আহমদ, ফজলুর রহমান, সোলেমান আহমদ, সোহেল আহমদ প্রমুখ।