সূর্য্যি মামার হাসি

13

নিলুফার জাহান :

শীতের ভোরে শিশির ঝরে
সূয্যি মামা হাসে
শিশির কণা মুক্তো দানা
ফোটে সবুজ ঘাসে।

শিশু এসে মুচকি হেসে
রোদের কিরণ মাখে
মিঠে রঙে মেখে অঙ্গে
হরেক স্বপ্ন আঁকে।

গাছের ডালে কিরণ ঢালে
লাগে ভীষণ ভালো
নদীর জলে ঝিলিক ঢলে
পেয়ে রবির আলো।

সর্ষে ফুলে হৃদয় দুলে
ফুলে বাগান ভরা
সূয্যি মামার মিষ্টি হাসি
কেটে দেয় সব জ্বরা।

পাখির গানে মধুর তানে
দোলা লাগে প্রাণে
শিউলি ঝরে পথের পরে
হৃদয় মাতে ঘ্রাণে।