মোঃ রুহুল আমিন :
রাসুল প্রেমে মন উতলা
গভীর রাতে কাঁদে,
নবীর রওজা সালাম দিতে
আশেক হৃদয় সাধে।
রাসুল প্রেমের আশেক গণে
চল মদিনার টানে,
মদিনার ওই খুশবু বাতাস
হৃদয় শান্তি আনে।
রাসুলের ওই কদম ছোঁয়ায়
ধন্য হলো… মাটি,
গায়ে জড়ায় পাপ মোচনে
অন্তর করবো খাঁটি।
শুকনো খেজুর গাছটি কাঁদল
এতিম শিশুর মতো,
রাসুল শোকে ব্যকুল হয়ে
অশ্রূ ঝরায় যতো।
খেজুর গাছের নিবিড় ছায়ায়
নবীর ছোঁয়া পাবো,
রাসুল প্রেমে অধীর আশেক
নবীর দেশে যাবো।
ধন্য মক্কা- মদিনার ধুল
চোখে সুর্মা করে,
খোদার ঘরে চুম্বন দিবো
মনটা যাবে ভরে।
অধম আশেক দরবারে আজ
নবী দাওগো দৃষ্টি,
তোমার প্রেমের পরশ পেতে
সকল জীবের সৃষ্টি ।