কাজিরবাজার ডেস্ক :
কোম্পানীগঞ্জে নিবন্ধনবিহীন যানবাহন ধরতে বিশেষ অভিযানে নেমেছে ট্রাফিক ও থানার পুলিশ। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে গত চার দিনে নিবন্ধনবিহীন ৪৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে। অভিযানের সময় নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও অন্য কাগজপত্র না থাকায় চালকদের বিরুদ্ধে ৯৩টি মামলা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানা সূত্র জানায়, ৮ জুন থেকে শুরু হওয়া অভিযানে প্রতিদিন মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ।
ট্রাফিক পুলিশের কোম্পানীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সার্জেন্ট সঞ্জয় জানান, কোম্পানীগঞ্জে ট্রাফিক ও থানার পুলিশ গত চারদিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানে এ পর্যন্ত নিবন্ধনবিহীন ৪৯টি মোটরসাইকেল আটক করা হয়। এ ছাড়া হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সড়ক আইনের বিভিন্ন ধারায় একটি প্রাইভেট কারসহ ৯৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, শুক্রবার (১১ জুন) রাতে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের উপস্থিতিতে সড়কে অভিযান চালানো হয়। এদিন নিবন্ধনবিহীন ২৩টি মোটরসাইকেল আটক করা হয় এবং সড়ক আইনে মামলা করা হয় ৪৩ জনের বিরুদ্ধে। তিনি বলেন, দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকান্ড রোধ করতে নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।