সিলেটের জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মুন্তাকিম বলেছেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে। জ্ঞান গর্বে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এসব মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। তাই তাদের কঠোর অনুশীলন সহ নীতি নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে।
তিনি ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইলস্থ হযরত আবুদৌলত-শাহ জাকারিয়া র. মডেল মাদরাসায় লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে এবং সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সহযোগিতায় ইউনিয়নের ২০১৭ সালের পিইসি ও ইবতেদায়ী পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ সুরত আলীর সভাপতিত্বে এবং মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আব্দুল কাদির এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম। বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিশ^নাথ প্রেসক্লাব সভাপতি মোসাদ্দেক হোসেন সাজুল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, লালাবাজার ইউনিয়ন কৃষি কর্মকর্তা ফারুক আহমদ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর কুদ্দুস, সালেহা নূর একাডেমীর পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিপতা, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ, সহ সভাপতি আব্দুল মুহিত, চলো টেকনোলজি লিঃ সিইও জাহেদ আহমদ চৌধুরী, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সেক্রেটারী কামরুজ্জামান খান ফয়সল, ইউপি সদস্য ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ লিটন, যুব সংগঠক আমিনুল ইসলাম আনহার প্রমুখ। বিজ্ঞপ্তি