গিরিধর উচ্চ বিদ্যালয়ের সাবেক পণ্ডিত যোগনাথ চক্রবর্তীর পরলোকগমন

7

শাল্লা থানার নোয়াগাঁও গিরিধর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান পণ্ডিত শ্রী যোগনাথ চক্রবর্তী গত ১৬ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ১ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ ২৬ এপ্রিল সোমবার তার ঔদ্ধদৈহিক ক্রিয়া প্রয়াতের নিজ বাড়ি শুক্লাইনে অনুষ্ঠিত হবে। তাই অন্ত্যেষ্টি ক্রিয়ায় উপস্থিত সবাইকে ও আত্মীয় স্বজনকে যথাসময়ে অংশ নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী যোগেশ্বর চক্রবর্তী পিন্টুর পিতা পণ্ডিত শ্রী যোগনাথ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর সভাপতি শ্রী জয়ন্ত বিজয় চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি শ্রী নবীন কুমার ভট্টাচার্য্য গণেশ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শ্রী রাকেশ চন্দ্র শর্ম্মা, সাধারণ সম্পাদক শ্রী প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মিল্টন শর্ম্মা, অর্থ সম্পাদক শ্রী শিব প্রসাদ ভট্টাচার্য্য, ধর্ম ও সমাজসেবা সম্পাদক শ্রী জগৎজ্যোতি ভট্টাচার্য্য চন্দন, কার্যকরী সদস্য শ্রী সমরেন্দ্র ব্যানার্জি সমর প্রমুখ এক যুক্ত বিবৃতিতে তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা বলেন, যোগনাথ চক্রবর্তী ছিলেন একজন বিজ্ঞন পণ্ডিত। তার মৃত্যুতে আমরা একজন যোগ্য ব্যক্তিত্বকে হারালাম। যার শূন্যতা সহজে পূরণ হবার নয়। বিজ্ঞপ্তি