মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেছেন, জগন্নাথপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যাক ম্যাজিস্ট্রেট সহ আইন-শৃখলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনটি বাংলাদেশ নির্বাচন কমিশন সহ উচ্চ পর্যায় থেকে মনিটরিং করা হবে। ইভিএম ভোটে কোন কারচুপির সুযোগ নেই। এক ব্যক্তি কখনো দুই ভোট দিতে পারবেন না। সুতরাং সন্দেহের অবকাশ নেই। এতে যে প্রার্থী ভোট বেশি পাবেন তিনিই নির্বাচিত হবেন। নির্বাচনের জয়-পরাজয়ের ফলাফল সকল প্রার্থীকে মেনে নিতে হবে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোন বিজয়ী প্রার্থী বিজয় মিছিল করতে পারবেন না। কেউ আইন ভঙ্গ করলে শাস্তির আওতায় আসতে হবে। তিনি আরো বলেন, প্রবাসী সহ সবাই এ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। তাই একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। ১ নভেম্বর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ বলেন, ভোট প্রদান নিয়ে কোন বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে চাই। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও রিটার্নিং অফিসার সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন, আতাউর রহমান, মুক্তাদির আহমদ মুক্তা, সৈয়দ তালহা আলম, আব্বাস চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মোঃ ছালেহ আহমদ, আবদুল মতিন লাকি, আবুল হোসেন লালন, সৈয়দ তুহেল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী, রিনা বেগম ও সেলিনা বেগম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২ নভেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের এক দিন আগে প্রার্থীদের সাথে প্রশাসনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।