আহবান

5

মোঃ রাজিব হুমায়ুন :

মুয়াজ্জিনের মধুর আযান
যখন আসে কানে,
কাজ রেখে যায় মুমিন লোকে
মসজিদেরই পানে।

ওযু’র পরে প্রবেশ করে
ডান পা ফেলে দ্বারে,
ধনী-গরিব নেই ব্যবধান
দাঁড়ায় এক কাতারে।

বিবাদ ভুলে সরল মনে
সালাত আদায় করে,
প্রভুর তরে মোনাজাতে
চোখের পানি ঝরে।

বিশ্ববাসী চেয়ে দেখো
খোদার ঘরের পানে,
মুসলমানের ঢল নেমেছে
রবের আহবানে।

যারা আজও অন্ধকারে
মন্দ কথা বলো,
প্রভুর কাছে ক্ষমা চেয়ে
দ্বীনের পথে চলো।