ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে নমুনা সংগ্রহ করা ৬৫ জনের মধ্যে একজনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত এটিই প্রথম ঘটনা। করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি ক্লিনিকেলি সনাক্ত হওয়া পর বৃহস্পতিবার সকালে তাকে সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি শহরের শ্যামপাড়া এলাকায় একটি ভাড়াটে বাসায় বসবাস করতো। জানা গেছে করোনা পজেটিভ ওই ব্যক্তি ঢাকা- গাজীপুর এলাকার বাসিন্দা এবং শ্যামপাড়া সংলগ্ন আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার একটি ভবনের সিকিউরিটি হিসেবে কাজ করতো। উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে ২০ এপ্রিল সন্দেহভাজন হিসেবে অন্যান্যদের সাথে ওই ব্যক্তিরও নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরন করা হয়। ২৩ এপ্রিল পর্যন্ত ২৭ জনের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।এদিকে আক্রান্ত ব্যক্তির বাসস্থানসহ পুরো শ্যামপাড়া এলাকা লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী জানান এ পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ ব্যাপারে আতংকিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।