বোশেখী মেলা

12

মোঃ মোস্তাফিজুর রহমান :

বোশেখ মাসে মেলা বসে
হিজল গাছের তলে,
খোকা-খুকি সেই মেলাতে
আসে দলে-দলে।

হরেকরকম খেলনা-পাতি
সেই মেলাতে উঠে,
ঘোড়সওয়ার বেড়ায় ঘুরে
চড়ে ঘোড়ার পিঠে।

নাগরদোলা চিত্ত কাড়ে
খোকা-খুকু সবার,
টেবিল জুড়ে সাজানো থাকে
মজার মজার খাবার।

মনমাতানো পুতুল নাচে
ভরে খুকুর মন,
বাড়ি এসে মেলার স্মৃতি
বলে ক্ষণে ক্ষণ।