স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় দুইটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও সিলেট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার অভিযান চালিয়ে এই দুইটি বেকারিকে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামপুর ক্যাম্পের একটি দল ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার সাদনান বেকারিকে ৬০ হাজার ও জিতু বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।