মানুষের চোখ

13

রুস্তম আলী :

মানুষের চোখে যেন গ্রহন লেগেই থাকছে
ক্রমশ দু’চোখ সবার আঁধারে ঢাকছে,
সততার সরল পাথের নিয়ন্ত্রণ হারিয়ে
অসত্যের দেওয়ালে ধাক্কা খাচ্ছে,
ক্ষত বিক্ষত বিবেক বোধহীনতায়
নিজের সর্বনাস নিজেই করছে।
হাত, পাও যেন যেন খোড়া, বিকৃত মনুষত্য
কারো দুর্দিনে সহানুভূতির হাত ঠুনকো
অসহায় দুখীজনের প্রতি পাষাণ মন গলে না।
মানবতার ক্রন্দন ধ্বনি তাই পৌছায় না বধির কান
অব্দি।
মানুষের সভ্য সমাজ প্রতিনিয়ত পরিণত হচ্ছে অসভ্যে
নির্লজ্যের মত পরিচয় দিয়ে পশুত্তের।
কারোর ভ্রক্ষেপ নেই সেদিকে
আলো ছেড়ে আঁধারে চলছে
আর ক্ষতি গ্রস্ত হচ্ছে।