একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মানের বরাদ্দকৃত টাকা লুটপাটের আশংকা ও কৃষকের ফসল হানি নিয়ে শংকিত সুনামগঞ্জ জেলা বিএনপি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আশংকা প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, হাওরের বাঁধের টাকা নিয়ে দুর্নীতির এক বিস্তর সাম্রাজ্য হচ্ছে সুনামগঞ্জ। বাঁধ নির্মানের বরাদ্দকৃত টাকা গিলে খাচ্ছে স্থানীয় সরকার দলীয় নেতা আর পাউবো কর্মকর্তারা। জেলার সকল হাওর রক্ষা বাঁধের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও এখনো অনেক বাঁধের কাজ শুরুই হয়নি। পিআইসি গঠনে গঠনে নানা দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে এবারও বাঁধের বরাদ্দ লুটপাটের আশংকা রয়েছে।
জেলা বিএনপি মনে করে, জেলার প্রতিটি প্রকল্পের জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মনিটরিং সেল গঠন করা জরুরী।
বরাদ্দকৃত পাকা যাতে লুটপাট না হয়, সে ব্যাপারে সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের তীক্ষ্ম দৃষ্টি কামনা করেন তারা।
বাঁধ নির্মাণে দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং লুটপাট বন্ধ করতে সকলের সম্মিলিত প্রতিবাদের মাধ্যমেই কৃষকের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।