নগর ভবনে অতর্কিত হামলার ঘটনা ॥ ৩ বাসদ নেতাসহ দুই শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে সিসিকের মামলা

8

স্টাফ রিপোর্টার :
সিলেটে সিটি কর্পোরেশনের যানবাহন ভাঙচুর ও কর্মচারিদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২ জুন) রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, জেলা সমন্বয়ক আবু জাফর ও জুবায়ের আহমদ চৌধুরী সুমনসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উল্লেখিত তিন জনের নেতৃত্বে অজ্ঞাত ২০০/৩০০ জন লোক ব্যাটারি চালিত অবৈধ রিক্সা চলাচল রোধে নিয়মিত অভিযানের প্রতিবাদে মিছিল সহকারে বুধবার বেলা আড়াইটায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে ইট পাটকেল নিয়ে জড়ো হয়। এ সময় তিনি মানুষের চেচামেচি শুনে নিচে এলে হামলা চালায়। এলোপাতাড়িভাবে ইটপাটকেল ছোঁড়া ও লাঠিপেটা শুরু করে। এতে করে সিটি কর্পোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকার। এছাড়া সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার কর্মচারি আব্দুল মন্নান, লাইসেন্স শাখার কর্মচারি আব্দুল মুমিন ও মাজেদুল ইসলামসহ আরও কয়েকজন কর্মচারি আহত হন।