হযরত শাহজালাল (রহ.)’র ওরসে ভক্ত ও আশেকানদের একত্রিত না হওয়ার অনুরোধ

11

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে এবার সিলেটের হযরত শাহজালাল (রহ.)’র মাজারে ওরস হচ্ছে না। ইতিমধ্যে ওরস না হওয়ার ব্যাপারে মাজার কমিটি ঘোষণা দিয়েছে। এসএমপি পুলিশের পক্ষ থেকে মাজার প্রাঙ্গণে ওরসের সময়ে কাউকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, কাল শনি ও পরদিন রবিবার হযরত শাহজালাল (রহ.) এর ৭০১ তম ওরস মোবারকের নির্ধারিত দিনক্ষণ। কিন্তু মহামারি করনাভাইরাসের কারণে ৭শ’ বছরের ইতিহাসে এবারই প্রথম পালিত হচ্ছে না ওরস মোবারক। ভক্ত ও আশেকানকে মাজার শরীফে একত্রিত না হওয়ার জন্য শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি মহানগর পুলিশের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ভক্তদেরকে মাজারে একত্রিত না হতেও অনুরোধ জানিয়েছে। নিজ নিজ এলাকায় অবস্থান করে ভক্তদেরকে দোয়া করার জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে এসএমপি পুলিশ।