শীতের চিঠি

14

আনোয়ার আল ফারুক :

শিশির ভেজা হলুদখামে
লিখলো চিঠি শীতে,
ধুরু ধুরু ধরছে কাঁপন
বুকজমিনের ভীতে।

ব্যস্ত আছি এই’যে আমি
গরম কাপড় খোঁজে,
শীতের খবর যেই পেয়েছি
কাঁপছি রোজে রোজে।

শীতে আমায় ভোগায় বেশি
সর্দি কাঁশি জ্বরে,
একসাথেতে আসলে আবার
চোখের পানি ঝরে।

শীতের বুড়ি আসতে তুমি
খানিক দেরি করো,
আমায় ছেড়ে বনের বাঘকে
শক্ত করে ধরো।

দাও ছেড়ে দাও আমায় এবার
যাও’যে গহীন বনে,
দেখবে তখন আর আঁড়ি নয়
তোমার আমার সনে।