আশ্বিনে

10

জিল্লুর রহমান পাটোয়ারী

আশ্বিনের ঐ আকাশ জুড়ে,
সাদা মেঘের ভেলা –
সবুজ মাঠে ধানের ক্ষেতে,
বাতাস করে খেলা।
কাঁচা ধানের গন্ধে মাতাল,
সবুজের এই মাঠে –
নদীর বুকে পাল তুলে নাও,
চলেছে খেয়াঘাটে।
নীল আকাশে সাদা মেঘের,
দারুন তাহার বেগ –
আশ্বিনের ঐ মনমাতানো,
মাতাল করা মেঘ।
রাখাল ছেলের বাঁশের বাঁশির,
সুর বাতাসে ভাসে –
আশ্বিনের ঐ আকাশ জুড়ে,
কি আনন্দ আসে।