জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বহিষ্কার

8

জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য গঠণতন্ত্রের ২২ এর (ক) ধারা অনুযায়ী এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহি সংগঠন। এই সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা সকল সদস্যদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। তিনি বলেন, ৩০ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমানকে দল থেকে (নৌকা) মার্কা প্রদান করা হয়। আর তাই (নৌকা)কে বিজয়ী করা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ (নৌকা) মার্কাকে সমর্থন না করে নিজেই স্বতন্ত্র প্রার্থী হন যা দলের জন্য শৃঙ্খলা পরিপন্থী।
এমতাবস্থায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খাঁন নিথিল এর নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ কে গণতন্ত্রের ২২ এর (ক) ধারা অনুযায়ী সংগঠন থেকে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তি