সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডসহ ২৫৪ জায়গায় ঈদুল ফিতরের জামাত ॥ শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৯টায়

35

স্টাফ রিপোর্টার :
আজ রবিবার চাঁদ দেখা গেলে কাল সোমবার বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের সর্ববৃহ ধর্মীয় উৎসব পবিত্র mayor pic-24.6.17-02ঈদুল ফিতর। এ উৎসব অন্যতম একটি অনুষঙ্গ ঈদের নামাজ আদায়। প্রতি বছরের ন্যায় এবারও নগরীর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে সকাল ৯টায়। শাহী ঈদগাহ ছাড়াও বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার শরীফের মসজিদে সকাল ৯টায়। সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায়।এছাড়া মহানগরীর ২৭টি ওয়ার্ডসহ সবকটি থানার মোট ২৫৪ জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
শাহী ঈদগাহে সকাল ৯টায় এই জামাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন। নামাজের ইমামতি করবেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। নামাজ পূর্বে বয়ান রাখবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান।
এদিকে, ঈদের প্রধান জামাত উপলক্ষে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এছাড় ঈদুল ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে এসএমপি পুলিশ। বিশেষত; পুরো শাহী ঈদগাহ ময়দানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া শাহজালাল, শাহপরাণ দরগাহসহ বিভিন্ন ঈদগাহ এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘেœ শাহী ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে না আসতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে,মহানগরীর ২৭টি ওয়ার্ডসহ সবকটি থানার মোট ২৫৪ জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, সিলেট সিটি করপোরেশন এলাকাসহ মহানগর পুলিশের আওতাধীন ৬ থানার ২৫৪ জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।