আলোচিত শিশু স্নিগ্ধা দেব জয়ী অপহরণ মামলায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অনিতা ভট্টাচার্য নগরীর শেখঘাট ভাঙ্গাটিকর গোপীনাথ আখড়ার সেবাইত রামেন্দ্র ভট্টাচার্যের মেয়ে। তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা ছিলেন। গত শনিবার ভোর রাতে শ্রীমঙ্গল উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। গতকাল রবিবার আদালতের মাধ্যমে অনিতাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত বছরের ২১ জুলাই নগরীর ভাঙ্গাটিকর এলাকা থেকে নিখোঁজ হয় সন্তোষ কুমার দেবের চার বছরের শিশু মেয়ে স্নিগ্ধা দেব জয়ী। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে এ বছরের ২ ফেব্র“য়ারি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন জয়ীর বাবা। মামলার পর পুলিশ নবীন ২৬ শেখঘাট ভাঙ্গাটিকর এলাকার শংকর দাস ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের রবিউল ইসলামকে গ্রেফতার করে। আদালতে রবিউল জয়ীকে অপহরণের কথা স্বীকার করে জবানবন্দিও দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শনিবার ভোরে শ্রীমঙ্গল ৪ নং আমরইল রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে অনিতাকে গ্রেফতার করে। গতকাল রবিবার অনিতার রিমান্ডের আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন। (খবর সংবাদদাতার)