মোঃ ফয়সাল খান :
এইতো সেদিন যেদিন ছিলো
নদী ভরা জল,
গাছ গাছালী ভরে ছিলো
নানান রকম ফল।
আপনজনে আসতো ছুটে
সবার সুখে দুঃখে,
দুঃখ যে কেউ রাখতো না যে
পুষে নিজের বুকে।
এইতো সেদিন যেদিন ছিলো
মাছে ভরা পুকুর,
মাছে ভাতে বাঙালী তখন
দিতো তৃপ্তির ঢেকুর।
হঠাৎ করে বদলে গেল
আমার চারিপাশ,
বুঝতে আমার হয়নি দেরি
কেন হলো এমন সর্বনাশ।